আজকের ব্লগে আমরা আলোচনা করবো বিকাশ/রকেট দিয়ে কিভাবে ডোমেইন-হোস্টিং কেনা যায়।
ডোমেইন কিঃ
যারা ডোমেইন কিনতে এসেছেন তারা অবশ্যই জানেন ডোমেইন কি তাই আর কথা না বাড়িয়ে এতোটুকু বলি ডোমেইন হলো কোনো ওয়েবসাইটের ঠিকানা। আমাদের সাইটিইও গুগল কিংবা বিং এ AnyTechBD লিখলেই আসবে এটিই হলো ডোমেইন।
Domain hosting কি?
ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের নাম।যে নামে আপনি একটি ওয়েব সাইট খুলে থাকেন।যেমনঃআপনি যদি একটা ব্যবসার জন্য একটি দোকান খুলেন আর সেই দোকানের নাম দেন বিস্টি টেলিকম। সেই নামই হল ওয়েবসাইটে দোমেইন। google.com
facebook.com
anytechbd হল ডোমেইন।
ডোমেইন হচ্ছে ওয়েবসাইরে নাম।আর সেই ওয়েবসাইটে সব ডাটা জমা রাখার জন্য হোস্টিং বলা হয়।যেমনঃ google.com/facebook.com এর ডাটা জমা রাখার নাম হোস্টিং ।
★ ডোমেইনের দাম
বাংলাদেশে ডোমেইন .com কেনার জন্য দাম দিতে হয় ৮০০টাকা।অন্য যেকোন দেশে যার মূল্য ১০$ থেকে ১২$ টাকা।
টপ লেভেল ডোমেইন হচ্ছে .com/.org/.net/.info এই চার টি ডোমেইন সেরা।
প্রচলিত ডোমেইন প্রোভাইডারদের নামঃ
১। GoDaddy ২। Namecheap
৩। হোস্টিংগার ৪। ডোমেইনি
ইত্যাদি। তবে এগুলো থেকে ডোমেইন কিনতে হলে আপনার কার্ড/পেপাল/পাইওনিয়ার/বিটকয়েন ইত্যাদি লাগতে পারে তাই বাংলাদেশের মানুষের জন্য ডোমেইন-হোস্টিং কিনা কষ্টসাধ্য। কিন্তু আজকের আর্টিকেলে আমরা ডোমেইন-হোস্টিং বিকাশের মাধ্যমে যারা সরবরাহ করে তাদের সম্পর্কে জানবো।
HostingNibo
সেখানে বিকাশ নগদ রকেট দিয়ে ডোমেইন কিনার সিস্টেম রয়েছে।
ভালো লাগলে ঘুরে আসুন YaFlix
মন্তব্য করুন