অনেক খোঁজা করে ওয়ার্ডপ্রেস শেখার জন্য একটা বই পেলাম। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই বইটি খুবই ভালো। যারা ওয়ার্ডপ্রেস এ একদম নতুন বা যারা ওয়ার্ডপ্রেস শিখতে চাচ্ছেন তাদের জন্য বলব একদম পারফেক্ট একটা বই। এখানে ওয়ার্ডপ্রেস ইন্সটল সহ সব বাসিক জিনিস নিয়ে বিস্তারিত ছবি সহ আলোচনা করা হয়েছে। বইটি লিখেছেন আরিফুল ইসলাম শাওন। বইটি লেখার জন্য আমি তাকে বিশেষ ধন্যবাদ জানাই। যদি আপনাদের একটু হলেও বইটি কাজে লাগে তাহলে লেখকের লেখা সার্থক হবে। যাহোক নিছের লিঙ্ক থেকে বইটি ডাউনলোড করে নিন আর পড়ুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।
মন্তব্য করুন