আশা করি সবাই ভাল আছেন। আবারও হাজির হলাম আপনাদের সামনে। আমাদের অনেকে সময় কোম্পানির ব্রান্ডিং এর জন্য ইমেইল নিয়ে কাজ করার দরকার পড়ে। অউটলুক যেহেতু সহজ এবং হাতের কাছেই পাওয়া যায় তাই অনেকেই ইমেইল পাঠানো এবং গ্রহন এর জন্য অউটলুক ব্যাবহার করে থাকেন। কিন্তু সমস্যা হল অনেকেই অউটলুক এ কিভাবে ইমেইল অ্যাড্রেস অ্যাড করতে হয় জানেন না। তাই পরতে হয় সমসসায়। আজকে চেষ্টা করবো সেই সমস্যার সমাধান দেয়ার। আশা করি সবাই সঙ্গে থাকবেন।
প্রথমে আপনার সি-প্যানেল থেকে ইমেইল অ্যাড্রেস খুলে নিন এবং পাসওয়ার্ড সেভ করে রাখুন।
এরপর মাইক্রোসফট অউটলুক ওপেন করুন।
এখন উপরের মেনু Tools > Account setting এ যান।
এরপর New এ ক্লিক করুন।
এখন নিছের ছবি অনুসরন করুন।
এখন যদি আপনি Non SSL কনফিগার করতে চান তাহলে নিছের পদ্ধতি অনুসরন করুন ।
আপনি যে ইমেইল অ্যাড্রেস অ্যাড করবেন সেই ইমেইল অ্যাড্রেস এর কনফিগার সেটিং থেকে নিছের ঘর গুলো পুরন করতে হবে। নিছে আমি কনফিগার সেটিং বোঝানোর জন্য একটা স্ক্রীন শট দিলাম
এখানে Non SSL Setting এর দিকে খেয়াল করুন। আমার ওয়েব সাইট নেম e-hostbd.com তাই Incomming and Outgoing Server এ mail.e-hostbd.com লেখা আছে। আপনি যখন কনফিগার করবেন তখন আপনার ডোমেইন নেম থাকবে।
এখন Non SSL Setting এর ইনফো অউটলুক এ অ্যাড করুন। নাবুঝলে নিছে ছবিতে দেখুন।
এরপর More Settings এ ক্লিক করে Outgoing Server ট্যাব এ ক্লিক করে নিছের ছবির জায়গায় টিক দিন।
এরপর Ok বাটন এ ক্লিক করুন।
সবসেশে Next > Finish এ ক্লিক করে বের হয়ে আসুন। আপনার কাজ শেষ। যদি পাসওয়ার্ড এবং বাকি সব তথ্য সঠিক দিয়ে থাকেন তাহলে আশা করি কোন সমস্যা হবে না।
এখন আসি Secure SSL setting এ।
আবার নিছের ছবির দিকে খেয়াল করুন।
কাজ একই। সুধু mail.e-hostbd.com এর জায়গায় আপনার সার্ভার নেম দিন। এখানে যেমন সার্ভার নেম হল mars.xoomhost.com .
আশা করি বুঝতে পেরেছেন।
এখন এখানে একটু কাজ করতে হবে। More Settings এ ক্লিক করে Outgoing Server ট্যাব এ ক্লিক করে নিছের ছবিতে জেভাবে করা আছে সিভাবে আপনার ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড অ্যাড করে দিন।
এরপর Advanced ট্যাব থেকে নিছের ছবির মত সেটিং অ্যাড করুন।
ব্যাস কাজ শেষ।
এরপর Ok বাটন এ ক্লিক করুন। আপনি যদি IMAP account সেটিং করেন তাহলে 995 এর জায়গায় 993 দিন।
সবসেশে Next > Finish এ ক্লিক করে বের হয়ে আসুন। আপনার কাজ শেষ। যদি পাসওয়ার্ড এবং বাকি সব তথ্য সঠিক দিয়ে থাকেন তাহলে আশা করি কোন সমস্যা হবে না। আপনি চাইলে Test account setting এ ক্লিক করে আপনার ইমেইল সেটিং ঠিক আছে কিনা সেটা টেস্ট করে দেখতে পারেন। Error শো করলে আবার চেস্টা করুন।
আশা সবাই বুঝতে পেরেছেন। না বুঝলে নিছে কমেন্ট করুন।
মন্তব্য
nice post