Best Reseller Hosting Service in BD
আমি আতিকুর রহমান। পেশায় একজন B.Sc Engineer. আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। সবাই ভাল থাকবেন।
মোট পোস্ট সংখ্যা: 371  »  মোট কমেন্টস: 5  
Facebook
Google Plus
Twitter
Linkedin

কিভাবে অউটলুকে ইমেইল অ্যাড্রেস কনফিগার করবেন দেখে নিন (মেগা পোস্ট)

আশা করি সবাই ভাল আছেন। আবারও হাজির হলাম আপনাদের সামনে। আমাদের অনেকে সময় কোম্পানির ব্রান্ডিং এর জন্য ইমেইল নিয়ে কাজ করার দরকার পড়ে। অউটলুক যেহেতু সহজ এবং হাতের কাছেই পাওয়া যায় তাই অনেকেই ইমেইল পাঠানো এবং গ্রহন এর জন্য অউটলুক ব্যাবহার করে থাকেন। কিন্তু সমস্যা হল অনেকেই অউটলুক এ কিভাবে ইমেইল অ্যাড্রেস অ্যাড করতে হয় জানেন না। তাই পরতে হয় সমসসায়। আজকে চেষ্টা করবো সেই সমস্যার সমাধান দেয়ার। আশা করি সবাই সঙ্গে থাকবেন।

প্রথমে আপনার সি-প্যানেল থেকে ইমেইল অ্যাড্রেস খুলে নিন এবং পাসওয়ার্ড সেভ করে রাখুন।

এরপর মাইক্রোসফট অউটলুক ওপেন করুন।

e-HostBD Hosting Service

এখন উপরের মেনু Tools > Account setting এ যান।

এরপর New এ ক্লিক করুন।

 

Outlook Email configure

এখন নিছের ছবি অনুসরন করুন।

outlook Email Configure2

 

outlook Email Configure3

 

outlook Email Configure4

 

এখন যদি আপনি Non SSL কনফিগার করতে চান তাহলে নিছের পদ্ধতি অনুসরন করুন । 

আপনি যে ইমেইল অ্যাড্রেস অ্যাড করবেন সেই ইমেইল অ্যাড্রেস এর কনফিগার সেটিং থেকে নিছের ঘর গুলো পুরন করতে হবে। নিছে আমি কনফিগার সেটিং বোঝানোর জন্য একটা স্ক্রীন শট দিলাম

outlook Email Configure5

 

এখানে Non SSL Setting এর দিকে খেয়াল করুন। আমার ওয়েব সাইট নেম e-hostbd.com তাই Incomming and Outgoing Server এ mail.e-hostbd.com লেখা আছে। আপনি যখন কনফিগার করবেন তখন আপনার ডোমেইন নেম থাকবে।

এখন Non SSL Setting এর ইনফো অউটলুক এ অ্যাড করুন। নাবুঝলে নিছে ছবিতে দেখুন।

outlook Email Configure6

এরপর More Settings এ ক্লিক করে  Outgoing Server ট্যাব এ ক্লিক করে নিছের ছবির জায়গায় টিক দিন।

outlook Email Configure7

এরপর Ok বাটন এ ক্লিক করুন।

সবসেশে Next > Finish এ ক্লিক করে বের হয়ে আসুন। আপনার কাজ শেষ। যদি পাসওয়ার্ড এবং বাকি সব তথ্য সঠিক দিয়ে থাকেন তাহলে আশা করি কোন সমস্যা হবে না।

এখন আসি Secure SSL setting এ। 

আবার নিছের ছবির দিকে খেয়াল করুন।

outlook Email Configure5

কাজ একই। সুধু mail.e-hostbd.com এর জায়গায় আপনার সার্ভার নেম দিন। এখানে যেমন সার্ভার নেম হল mars.xoomhost.com .

আশা করি বুঝতে পেরেছেন।

এখন এখানে একটু কাজ করতে হবে। More Settings এ ক্লিক করে  Outgoing Server ট্যাব এ ক্লিক করে নিছের ছবিতে জেভাবে করা আছে সিভাবে আপনার ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড অ্যাড করে দিন।

outlook Email Configure8

এরপর Advanced ট্যাব থেকে নিছের ছবির মত সেটিং অ্যাড করুন।

outlook Email Configure9

ব্যাস কাজ শেষ।

এরপর Ok বাটন এ ক্লিক করুন। আপনি যদি IMAP account সেটিং করেন তাহলে 995 এর জায়গায় 993 দিন।

সবসেশে Next > Finish এ ক্লিক করে বের হয়ে আসুন। আপনার কাজ শেষ। যদি পাসওয়ার্ড এবং বাকি সব তথ্য সঠিক দিয়ে থাকেন তাহলে আশা করি কোন সমস্যা হবে না। আপনি চাইলে Test account setting এ ক্লিক করে আপনার ইমেইল সেটিং ঠিক আছে কিনা সেটা টেস্ট করে দেখতে পারেন। Error শো করলে আবার চেস্টা করুন।

আশা সবাই বুঝতে পেরেছেন। না বুঝলে নিছে কমেন্ট করুন।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন