Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 6  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

Networking Tutorial [ IP Addressing ]

পাঠক বন্ধুরা আশাকরি সবাই ভাল আছেন |
Networking নিয়ে আরেকটা লিখা লিখব বলেই anytechtune এ login করলাম | আমার অনেক trainee আছেন যাদের সবসময় একটা আবদার ছিল,” আপনার কিছু টিপস যদি আমাদের কাছে থাকত তাহলে আমরা অনেকটাই উপকৃত হতাম” | লিখাটা তাদের আবদার মিটানোর জন্যেই লিখা |
আমি আজ IP Address নিয়ে কিছু লিখব | প্রথমে জেনে নিই IP Address কি ?
IP Address:
মানুষ নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্যে একটা নাম এবং ঠিকানা ব্যাবহার করে | নাম এবং ঠিকানা টা যদি সঠিক থাকে তাহলে যে মানুষটাকে আমরা খুঁজছি তাকে সন্ধান করা অনেক সহজ হয় | তেমনি computer networking এ হার্ডওয়্যার device গুলো একে অপরের সাথে যোগাযোগ স্থাপনের জন্যে এবং পরবর্তীতে তথ্য আদানপ্রদানের জন্যে নেটওয়ার্ক এর অন্তর্গত প্রতিটি device এর একটা unique এড্রেস বা ঠিকানা ব্যাবহার করা হয় | সেই লজিকাল এড্রেস কেই আমরা সাধারণত IP Address নামে জানি |
IP Address কত ধরনের ?
সাধারণত আমরা দুইধরনের IP Addressing দেখে থাকি |
১) IPv4
২) IPv6
শুরুতে আমি এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় ipv4 নিয়ে লিখছি | পরবর্তীতে ipv6 নিয়ে লিখার চেষ্টা করব |
IPv4 সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য :
১) এটার আরেক নাম 32-bit IP Address | আমি বলি 4-dotted decimal Number [ তিনটি “.” এর সাহায্যে বিভক্ত 4 টি সংখ্যা ] |
২) এই এড্রেস এ সাধারণত দুইটা অংশ থাকে [ IP Address = Net ID+Host ID ] |
৩) আমরা যখন কাওকে খুঁজি তখন তার যে ঠিকানাটা ব্যাবহার করি খোঁজার জন্যে সেই ঠিকানাতে দুইটি অংশ থাকে | যেমন : Mr. Jewel ; 2/5A pirerbagh ,Dhaka . এই ঠিকানাতে Mr. Jewel কে খোঁজার জন্যে প্রথমে Dhaka মানে location এ যেতে হবে তারপর ওই location এ specific স্থান এ যেতে হলে আমাদের ” 2/5A pirerbagh ” খোঁজে নিতে হবে I এভাবেই আমরা Mr. Jewel কে খোঁজে পাব | তেমনি নেটওয়ার্ক এর অন্তর্গত যেকোনো device খোঁজে পেতে হলে প্রথমে device এর IP address এর প্রথম অংশ Net ID [ Location ] তে যেতে হবে দেন তার host ID [ specific unique number] খুঁজে নিতে হবে |
৪) একি নেটওয়ার্ক এর অন্তর্গত হতে হলে প্রতিটি device এর যে IP Address ব্যাবহার করব তার Net ID একই হতে হবে এবং ঐ ” Net ID ” এর মধ্যে প্রতিটি device এর ” Host ID” unique হতে হবে |
৫) IPv4 এর তিনটি Class সাধারণত আমরা ব্যাবহার করে থাকি ; Class A , Class B , Class C | IP Address টা কোন Class এর অন্তর্গত সেটা আমরা ১) নাম্বার এ উল্লেখিত 4-dotted decimal number এর প্রথম সংখ্যাটা দেখলেই আমরা বুঝতে পারি I প্রথম সংখ্যাটা যদি ১-১২৬ এর মধ্যে থাকে তাহলে এটা ” Class A” IP Address , ১২৮-১৯১ এর মধ্যে থাকে তাহলে এটা “Class B” , ১৯২-২২৩ এর মধ্যে হলে সেটা “Class C” হবে I উল্লেখ্য ১২৭ টা রিজার্ভ থাকে [ Loopback Address ] |
৬) “Class A” IP address এ, 4-dotted decimal number এর প্রথম সংখ্যাটা net ID পরের তিনটা host ID , “Class B ” IP address এ 4-dotted decimal number এর প্রথম দুইটা সংখ্যা net ID পরের দুইটা host ID, “Class C ” IP address এ 4-dotted decimal number এর প্রথম তিনটা সংখ্যা net ID শেষের সংখ্যাটা host ID |
৭) সঠিক বা Valid ” IPv4 IP Address” চেনার সহজ উপায় :
4-dotted decimal number এর প্রথম সংখ্যাটা হবে ১-২২৩, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যাটি হবে ০-২২৫ এবং শেষের সংখ্যাটি হবে ১-২৫৪ এর মধ্যে |
এখন উপরের তথ্যগুলো সাজিয়ে চারটা Computer Device নিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করব যেখানে তিনটি IP Address আমরা বসাবো |
Device               IP Address                            Net ID+ Host ID
Computer A    192.168.1.1                              NID.NID.NID.HID
Computer B    192.168.1.2                              NID.NID.NID.HID
Computer C    192.168.1.3                              NID.NID.NID.HID
Computer X    192.168.2.3                             NID.NID.NID.HID

 Computer A, Computer B, Computer C, Computer X চারটি Computer এই Class C Address [ ৫) নং তথ্য ] বসানো হয়েছে এবং সব কয়টি IP Address সঠিক বা Valid [ ৭) নং তথ্য ] |
 তথ্য ৬) অনুসারে ” Class C” IP Address এর প্রথম সংখ্যা তিনটি net ID এবং শেষের টা host ID |
 প্রথম তিনটি computer একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে কিন্তু শেষের computer টি কারো সাথেই যোগাযোগ করতে পারবেনা, [ তথ্য ৪) অনুসারে প্রথম তিনটি computer এ যে IP বসানো হয়েছে তাদের net ID এক এবং host ID unique কিন্তু শেষের computer টির সাথে প্রথম তিনটির net ID এর মিল নেই ] |

আজ এ পর্যন্তই |
ধন্যবাদ |

e-HostBD Hosting Service
ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য

মন্তব্য করুন