আশাকরি সবাই ভাল আছেন |
Networking জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে Networking এর basic অনেক strong হতে হবে | অনেকে আমরা অনেক Server , Service , Server Role ইত্যাদি নিয়ে কাজ করি যারা ভাল করছি বা করছেন আমি বিশ্বাস করি তাদের IP , Subnet , Subnetmask , VLSM ইত্যাদি সম্পর্কে ভাল ধারনা আছে | যারা networking এ novice তাদের জন্যই এই লিখা | আমি মনে করি এসব ছোটো ছোটো বিষয় গুলো যদি আমরা ভালভাবে জানি তাহলে ভবিষ্যতে আমাদের অগ্রগতিতে অন্তত নিজেকে বাধা মনে হবেনা | আজ Subnetmask নিয়ে কিছু লিখার চেষ্টা করি |
সংক্ষেপে মনে রাখার জন্যে আমরা এভাবে বলতে পারি , “subnet mask” সাধারণত একটা IP Address এর কোন অংশ Net ID এবং কোন অংশ Host ID এটা বুজতে আমাদের সাহায্য করে | কারণ এই Net ID এবং Host ID এর বিভাজনের উপর IP টা কোন Class এর সেটা আমরা বুজতে পারি | গত লিখাটাতে আমি IP address বেসিক নিয়ে কিছু বলেছিলাম | কিন্তু যখন Real Environment এ কাজ করতে যাই তখন এত তথ্য আমাদের মনে না থাকাই স্বাভাবিক | এই ক্ষেত্রে subnet mask আমাদের IP Class বুজতে সাহায্য করে |
উদাহরণ :
IP Address : 202.79.19.100
Subnet Mask : 255.255.255.0
এভাবে যদি থাকে আমরা চোখ বন্ধ করেই বলতে পারি এটা C ক্লাস IP | একটু ব্যাখ্যা করি , এভাবে যখন IP এবং Subnet Mask দেখি তখন লক্ষ্য করি 255 এর উপরে IP এর য অংশটা সেটাই Net ID । তারমানে উপরোক্ত IP তে প্রথম তিনটা অংশই net ID তারমানে 202.79.79 এই অংশটা net ID বাকিটা Host ID । আমরা গত লিখাটাতে দেখেছি Class C IP তে প্রথম তিনটা অংশ net ID এবং শেষের টা host ID ।
এভাবে সহজেই অনমেয় ,
Class B এর subnet mask হবে 255.255.0.0
এবং
Class A এর subnet mask হবে 255.0.0.0
এভাবে আমরা subnet mask দেখেই IP address টা কোন class এর সেটা বুজতে পারি |
আজ এপর্যন্তই |
ধন্যবাদ |
মন্তব্য করুন