Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 6  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

Networking [ Advanced IP/Port Scanner ]

আশাকরি ভালো আছেন সবাই |

আজ একটা ভিন্ন topics নিয়ে লিখব | আমরা যারা System নিয়ে কাজ করি তাদের System এর Security নিয়ে ও ভাবনা চিন্তা করতে হয় | যেমন , system এ আমাদের অজান্তে কেও access পেল কিনা ইত্যাদি | শুধু system এ একটা পাসওয়ার্ড দিলাম এবং system টা সুরক্ষিত হয়ে গেল এটা ঠিক না | আমাদের অন্যান্য বিষয়ে ও লক্ষ রাখতে হয় | যেমন, System এ access করার জন্যে এটা ঠিক নয় যে স্বশরিরে System এর সামনে আস্তে হবে | আমার system টা যদি নেটওয়ার্ক এর মধ্যে থাকে বা ইন্টারনেট এ সংযুক্ত থাকে তাহলে এটার নিরাপত্তা নিয়ে আরও চিন্তা ভাবনা করা উচিত কেননা আমাদের System যদি নেট এর মধ্যে থাকে তখন নেটওয়ার্ক এর মধ্যে থেকে যে কেও সহজে আমাদের system কে access করতে পারে |

কিভাবে সম্ভব ? আসলে একটা system এ অনেক লজিকাল port থাকে , সাধারণত একেকটা application একেকটা port এর সাথে সংযুক্ত হয়ে কোন system এর access চাই | যেমন, ওয়েব access করতে হলে আমরা যে application ব্যাবহার করি তা লজিকাল একটা port দিয়ে access চাই ,সেই port নাম্বার হল 80 , যাকে আমরা HTTP port নাম্বার বলে থাকি | এভাবে ভিন্ন ভিন্ন application তার জন্যে যে port বা port নাম্বার নির্দিষ্ট করা আছে সেটা দিয়ে System বা Machine কে knock করে access পাওয়ার জন্যে | আমরা যদি আমাদের মেশিন এ যে port বা port নাম্বার দিয়ে access চাইনা সেগুলো ব্লক করে দিই সেক্ষেত্রে আমরা অনেকখানি নিশ্চিত থাকতে পারি unauthorized access থেকে |

e-HostBD Hosting Service

সেক্ষেত্রে আমাদের আগে জানতে হবে System এ কোন কোন লজিকাল port খোলা আছে | তারপর সেই port গুলো যেগুলো দিয়ে আমরা আমাদের system এ কোনোপ্রকার access চাইনা সেগুলো আমরা Firewall দিয়ে ব্লক করে দিতে পারি |
একটা system এর কোন কোন port খোলা আছে সেটা যাচাই করার জন্যে আমরা Advanced Port Scanner একটা সফটওয়্যার ব্যাবহার করতে পারি | যেটার সাহায্যে নেটওয়ার্ক এর অন্তর্গত কোন কোন মেশিন এর কোন কোন port ওপেন আছে সেটা আমরা যাচাই করতে পারি এবং প্রয়োজন অনুসারে firewall এর সাহায্যে port ব্লক করে দিতে পারি |

ধন্যবাদ |

আজ এপর্যন্তই |

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন