Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 4  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

পেইড টুলস ছাড়াই আমাজন এফিলিয়েট মার্কেটিং এর Keyword Research কিভাবে করবেন ?

আসসালামু আলাইকুম। অ্যানিটেকটিউনের সকল বন্ধুরা আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি দীর্ঘদিন থেকেই অ্যানিটেকটিউনের নিরব পাঠক। এত এত সুন্দর সুন্দর পোষ্টর জন্যই এই সাইটটিকে আমার এত ভালোলাগে। আজ একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। আমরা যারা আমাজন এফিলিয়েট মার্কেটিং এ নিজেদের ক্যারিয়ার বানাতে চাই বা ইতিমধ্যে শুরু করে দিয়েছি তাদের ভিতর সব থেকে বড় যে সমস্যাটা আমি দেখেছি তা হল আমাজন এফিলিয়েট মার্কেটিং এর Keyword Research সম্পর্কিত।

affiliate marketing keyword research

অনেকেই অনেকভাবে কিওয়ার্ড রিসার্চ করে থাকেন। কিন্তু, আমি আজকে যে পদ্বতিটি নিয়ে কথা বলবো ১০০% নিশ্চিত এতটা কার্যকরী উপায় আপনি আগে কখনো দেখেননি।

e-HostBD Hosting Service

কিওয়ার্ড রিসার্চের জন্য মান্থলি সার্চ ভলিউমটাকে যেভাবে দেখানো হয়েছে সত্যি অসাধারণ। ঠিক যেন মেসির ৬ জনকে ড্রিবলিং করে গোলকিপারকে ফাকি দিয়ে গোল দেয়া। DA এবং PA, সেতো ক্রিস্টিয়ানো রোনালদোর বাই সাইকেল কিকের গোল। এক কথায় অসাধারণ। আর ব্যাকলিংক যেভাবে কাউন্ট করলেন মনে হল মোস্তাফিজ একটা স্লোয়ার দিলেন আর রোহিত শর্মা বোকার মত বোলারের কাছে রিটার্ন ক্যাচ দিয়ে এইমাত্র আউট হয়ে গেলেন।

ওয়াসিম আকরামের আউট সুইং গুলার কথা মনে আছে। কিংবা মালিংগার ইওর্কার? ভাবছেন কিওয়ার্ড রিসার্স করতে এসে ওয়াসিম আর মালিংগাকে কেন টানছি? কারন, আপনি কিন্তু আপনার নিসকে বেস করেই আমাজন এফিলিয়েট মার্কেটিং এর Keyword Research করবেন। তাই নিসকে কিভাবে ব্যবহার করা যায় এটা জানা খুব জরুরি। যেমন জানতেন ওয়াসিম আকরাম। বলের সুতাকে কিভাবে কাজে লাগিয়ে আউট সুইং আর ইন সুইং করাতে হয় এটা তার থেকে ভালো আর কে জানে বলুন। আবার বলটাকে ঠিক কিভাবে ইওর্কার করাতে হবে মালিংগার থেকে ভালো আর কে জানে বলুন?

জোবায়ের রহমান তার ভিডিওতে যেভাবে নিসকে ব্যবহার করে একটি কার্যকরী কিওয়ার্ড বের করে দেখালেন সত্যিই অসাধারণ।

ভিডিওটির লিংক আমি নিচে আপনাদের সুবিধার্তে দিয়ে দিলাম। নিজের চোখেই দেখে নিন কতটা সহজে কোন পেইড টুলস ছাড়া একটি মূল্যবান কিওয়ার্ড বের করে নিয়ে আসা যায়।

ভিডিও লিঙ্কঃ এখানে

আশা করি ভিডিওটি দেখে সবাই অনেক উপকৃত হবেন এবং আমাজন এফিলিয়েট মার্কেটিং এর Keyword Research এর কাজটি সহজভাবে করতে পারবেন।

আজ এপর্যন্তই। পরবর্তী টিউন এ আপনাদের সামনে আবার নতুন কিছু নিয়ে হজির হবো । সবার জন্য শুভ কামনা রইল । টিউন টি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ।

আর হ্যা। সামনে মানে আগামি মাসেই HSC Result 2018 প্রকাশ পাবে। সকল পরিক্ষার্তীদের জন্য শুভ কামনা।

এই টিউনটির তথ্য সূত্র, Make Money With Affiliate Marketing And Earn Passive Income

ইমেজ সোর্স ঃ pexels.com

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য

মন্তব্য করুন