Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 2  »  মোট কমেন্টস: 0  
Facebook
Google Plus
Twitter
Linkedin

কিভাবে একটি উন্নমানের আর্টিকেল লিখবেন যা সবাই পড়তে চাইবে|

একটি ভালো এবং উপযুক্ত আর্টিকেল আপনার ওয়েবসাইটকে নিয়ে যেতে পারে উন্নতির চরম শিখরে!

কিন্তু দেখা যায় আমরা যখন কোন একটি আর্টিকেল লিখি তখন কেউ কেউ এটা পড়ে আবার কেউ এটাকে এড়িয়ে চলে! যার মুল কারন হলো আপনার কনটেন্টটি তাদের ভালো লাগেনি!

e-HostBD Hosting Service

তোহ আজ এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনি একটি ভালো মানের আর্টিকেল লিখবেন যাতে সবাই এটি পড়তে চাইবে!

১.আকর্ষনীয় টাইটেল:- আপনি যদি চান আপনার আর্টিকেলটি কেউ পড়ুক তাহলে আপনাকে এর জন্য অবশ্যই খুব ভালো একটি টাইটেল ট্যাগ লিখতে হবে!

এখন আপনার প্রশ্ন হতে পারে এতে আবার টাইটেল ট্যাগের সম্পর্ক কি? আমি তোহ চাই কেউ শুধু আমার আর্টিকেলটি পড়ুক!

তাহলে শুনুন! কেউ যদি আপনার টাইটেলে ক্লিক না করে তাহলে আপনার কনটেন্ট পড়বে কিভাবে😂
তোহ এর জন্য আপনাকে অনেক ইন্টারেস্টিং টাইটেল ট্যাগ তৈরী করতে হবে!

উদাহরনঃ- ধরুন আপনি লিখতে চাচ্ছেন গ্রিন টি সম্পর্কে! এখন আপনি এরকম লিখতে পারেন! Seven Benefit of Green tea! Number Five is shocked you!

তখন সবাই এটা ভাববে যে নাম্বার ফাইভ আসলে কি! সবার মধ্যে একটা কৌতুহল বিরাজ করবে এবং তারা তাদের কৌতুহল মিটাতে অবশ্যই ক্লিক করবে!

২.টেক্সট সাইজ বড় করুন:- আমরা অনেকে আছি কনটেন্ট লিখি কিন্তু টেক্সট এর সাইজ অনেক ছোট করে দেই! যার অনেক খারাপ দিক আছে!

ধরেন কেউ ডেস্কটপ মোডে আপনার কনটেন্টটি পড়তে আসলো তখন যদি তারা এটা দেখে যে আপনার আর্টিকেলের টেক্সট সাইজ ছোট! তাহলে তারা কি করবে অবশ্যই বেক বাটনে ক্লিক করবে!

৩.হ্যাডিং যুক্ত করুন:- আপনাকে অবশ্যই আপনার আর্টিকেলের মধ্যে যেইগুলো সবচেয়ে বেশি ইমপোরটেন্ট তা নিয়ে হ্যাডিং তৈরী করতে হবে!

কারন একটি উপযুক্ত হ্যাডিং কনটেন্ট এর মান বৃদ্ধি করে এবং কনটেন্ট পড়তে আরো আগ্রহী করে তুলে! কারন যে কেউ আপনার হ্যাডিং দেখেই অনুমান করতে পারবে আপনি পরবর্তীতে কি নিয়ে লিখতে যাচ্ছেন!

তাই আপনাকে অবশ্যই ভালো মানের হ্যাডিং এবং সাব হেডিং তৈরী করতে হবে!

৪.ছবি:- কথায় আছে একটি ইমেইজ হাজারটা শব্দের কথা বলে! অর্থাৎ আপনাকে অবশ্যই আপনার কনটেন্ট রিলেটেড ইমেইজ ব্যবহার করতে হবে!

এতে করে যে কারো আপনার আর্টিকেলটি বুঝতে আরো সুবিধা হবে! এবং পড়ার প্রতিও উৎসাহিত হবে! তবে চেষ্টা করবেন খুব বেশি ইমেইজ ব্যবহার না করার!

৫.পোস্ট এর ভিতর- এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ্য! আপনি যদি চান আপনার আর্টিকেলটি সবাই পড়ুক তাহলে আপনাকে অবশ্যই একটা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে আর তা হলো আপনার পোষ্টের বডি!

এর মানে হলো অনেকেই আছে যারা তাদের পোষ্টের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখে ১০-১৫ লাইনের! এবং অনেকে আবার তার চেয়েও বেশি লাইনের লিখে বসে!
আপনি যদি তাদের মধ্যে একজন হলো তাহলে আমি আপনাকে বলবো এটাকে ত্যাগ করতে! কারন একটা বিষয় কি জানেন! কেউই চায় নাহ এরকম আর্টিকেল পড়তে যার একেকটা প্যারাগ্রাফ ১০-১৫ লাইনের!

কারন এটা ওভার ওয়ার্মিং যে কারো জন্য! এর জন্য আপনাকে অবশ্যই ৪-৫ লাইনের একেকটা প্যারাগ্রাফ লিখতে হবে! এতে করে যেকারো আপনার আর্টিকেলটি পড়তে সুবিধা হবে!

এবং এতে করে সবাই অনেক সময় ধরে আপনার আর্টিকেলটি পড়বে বুঝবে এবং অন্যকেও উৎসাহিত করবে পড়ার জন্য!

তোহ এই হলো সেই ছোট প্রসেস আপনি যদি এটা মেনে চলেন তাহলে আপনার আর্টিকেলও সবাই পড়বে।

ধন্যবাদ সাথে থাকার জন্য!!!

সৌজন্যে-আমার সাইট

 


 

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য করুন