অ্যাডোবি ফটোশপ কি?
ফটোশপ টুল পরিচিতি হয়ে নিন। (Adobe Photoshop) বন্ধুগণ আপনি কি জানেন আপনি যে পাসপোর্ট সাইজের ছবিগুলো স্টুডিও থেকে বের করেন, সেগুলো ফটোশপে এডিট করা হয়, হ্যাঁ বন্ধুরা আজ এই আর্টিকেলে সেই অ্যাডোবি ফটোশপ কি (Adobe Photoshop) এবং এর প্রাথমিক বিষয়গুলি জানার চেষ্টা করব। অ্যাডোবি ফটোশপ কি? Adobe Photoshop বন্ধুগণ এই সফটওয়ারটি সাধারণত যাদের কম্পিউটার আছে, তারা ছবি এডিট করার জন্য ব্যবহার করে থাকেন। আমরা নিচে পয়েন্ট দিয়ে বিস্তারিত ভাবে এই সফটওয়্যার সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক- অ্যাডোবি ফটোশপ কি এবং এডোবি ফটোশপের কাজ কি?
এডোবি ফটোশপ বাংলা টিউটোরিয়াল | এডোবি প্রিমিয়ার প্রো-এডোবি মাস্টার কালেকশন
নিচে আমরা 11 টি গুরুত্বপূর্ণ টুল সম্পর্কে জানব। Layer Tool (লেয়ার টুল) Color & Swatches Tool (কালার এবং স্বচেস টুল) Custom Fonts and Text Tool (কাস্টম ফন্টস এন্ড টেক্সট টুল) Custom Brushes and Brush Tool (কাস্টম ব্রুশেষ এন্ড ব্রাশ টুল) Select Tool (সিলেক্ট টুল) Move Tool (মুভ টুল) Zoom Tool (জুম্ টুল) Eraser Tool (ইরাসের টুল) Crop Tool (ক্রপ টুল) Fill Tool (ফিল টুল) Eyedropper Tool (আইড্রপার টুল)
1- Layer Tool (লেয়ার টুল) ফটোশপ লেয়ার কি – লেয়ার টুল ব্যবহার করা হয় ইমেজ, টেক্সট, ব্যাকগ্রাউন্ড কালার, ফিল্টার এর মধ্যে। এই টুল টি ব্যবহার করা হয় যখন কোন ছবিকে ধাপে ধাপে বা আলাদা আলাদা বিভিন্ন অংশে একত্রিত হয়ে একটা ফাইনাল ছবির বা ডিসাইন বা আর্ট এর রূপ নেই। তখন ওই বিভিন্ন অংশের মধ্যে আপনি যে মডিফাই বা কাজ করেন সেগুলোকে সেই অংশ গুলোকে লেয়ার বলে। লেয়ার হচ্ছে ফটোশপের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট। এটি এমন এলিমেন্ট যেটা আপনার প্রথম প্রথম বুঝতে এবং শিখতে একটু সময় লাগতে পারে, কিন্তু যখন আপনি এই এলিমেন্ট ব্যবহার বা কাজ শিখে নিবেন তখন যেকোন ডিজাইনের উপর কাজ করা আপনার পক্ষে অনেক সহজ হয়ে যাবে।
2- Color & Swatches Tool (কালার এবং স্বচেস টুল) কালার এবং স্বচেস টুল এর সাহায্যে আপনি কালার কে মডিফাই করা, কপি করা বা কাস্টম ভাবে নিজের পছন্দের যেকোনো কালার লাগাতে পারবেন। যেকোন ডিজাইনের উপর। এটা পাওয়ারফুল ফিচারস এর ভিজুয়াল আপনার ডিজাইন বা কন্টেনের রুপ দেই।
3- Custom Fonts and Text Tool (কাস্টম ফন্টস এন্ড টেক্সট টুল) এই টুল এর নাম থেকেই বুঝতে পারছেন যে আপনি যেকোন টেক্সট ফাইল এবং অসংখ্য ফন্ট স্টাইল এর সাহায্যে কাস্টম ভাবে আপনার কনটেন্টের বা ডিজাইনের উপর যে কোন স্টাইলে লিখতে পারেন।
এডোবি ফটোশপ বাংলা টিউটোরিয়াল | এডোবি প্রিমিয়ার প্রো-এডোবি মাস্টার কালেকশন
4- Custom Brushes and Brush Tool (কাস্টম ব্রুশেষ এন্ড ব্রাশ টুল) ব্রাশ টুলটি সাধারণত ব্যবহার করা হয় কোন ডিজাই, আর্ট বা কনটেন্ট কে কালার দেওয়ার জন্য। এখানে বিভিন্ন ধরনের ব্রাশ সেটিং এর মাধ্যমে আপনি ডিজাইনের উপর কালার করতে পারবেন। আরও শুদ্ধ ভাবে বলতে গেলে আপনি যে ভিজুয়াল ইফেক্ট অর্জন করতে চাইছেন সেটা এই ব্রাশ টুলের সাহায্যে করা সম্ভব। এছাড়া আপনি নিজের রয়ালটি ফ্রী কাস্টম ব্রাশ অ্যাড করতে পারেন।
5- Select Tool (সিলেক্ট টুল) সিলেক্ট টুল এই এলিমেন্ট এর সাহায্যে আপনি আপনার গ্রাফিক্স এর মধ্যে পৃথক পৃথক এলিমেন্ট কে কপি করতে, cut করতে বা পেস্ট করতে পারবেন। আরো বিস্তারিত ভাবে বলতে গেলে এই টুলের সাহায্যে আপনি কোন কিছু এলিমেন্ট কে সিলেক্ট করে তার মধ্যে কালার করতে পারেন cut করতে পারেন কপি পেস্ট করতে পারেন।
6- Move Tool (মুভ টুল) এই টুলের সাহায্যে আপনি লেয়ারের মধ্যে আপনার ডিজাইন বা আর্ট কে মুভ করতে পারবেন, আপনার ছবির বিভিন্ন অংশকে লেয়ারে মধ্যে মুভ করতে এই টুল কে ব্যবহার করা হয়।
7- Zoom Tool (জুম্ টুল) এই টুলের নাম শুনেই এর কাজ বুঝতে পারছেন, zoom করে আপনি আরো চাক্ষুষ পরিদর্শন করে কাজ করতে পারবেন, বা নিজের কাজের মধ্যে ভুল ধরতে বা নিখুঁত কাজ করতে এর দরকার পরে এবং জুম আউট করে পুরো ছবিকে কে পরীক্ষা করতে পারবেন।
8- Eraser Tool (ইরাসের টুল) ইরাসের টুলের বেসিক ফাংশন ঠিক ব্রাশ টুলের মতো, এই টুলের মাধ্যমে আপনি যেকোন ভিজ্যুয়ালি কালার ডিফারেন্স নিয়ে আসতে পারবেন। আপনার ডিজাইন বা কাজের উপর ব্যাকগ্রাউন্ড এর যেকোনো অনাবশ্যক এরিয়া যেগুলো আপনার ছবি কে ভিজ্যুয়ালি দেখতে খারাপ লাগছে যেগুলো এডিট করার প্রয়োজন আছে, আপনি এই টুলের মাধ্যমে সেগুলোকে এডিট বা মুছে ফেলতে পারেন।
9- Crop Tool (ক্রপ টুল) Crop tool এর কাজ কি– এটা একটা সিম্পল টুল, আপনি ছবি বা ডিজাইনের বা আর্ট এর যে এরিয়া টা কেটে বাদ দিতে চাইছেন সেটা আপনি টুলের সাহায্যে কেটে বাদ দিতে পারবেন। সাধারণত কোনো নির্দিষ্ট size এর ছবি বানানোর সময় ছবি ক্রপ করার প্রয়োজন পরে।
10- Fill Tool (ফিল টুল) সাধারণত এটা একটা পেইন্ট টুল। এটির সাহায্যে কোন বড় জায়গা কে পেইন্ট করতে ব্যবহার করা হয়। কোনো বড়ো জায়গা বা ব্যাকগ্রাউন্ড কে পালটাতে সেখানে ব্রাশ টুল কে ব্যবহার নাকরে এই টুলের সাহায্যে আপনি সেই এরিয়া কলার ফিল বা পূরণ করতে পারবেন।
11- Eyedropper Tool (আইড্রপার টুল) এই টুলের সাহায্যে গ্রাফিস বা যেকোনো ছবির কালার কে রিসিভ করতে ব্যবহার করা হয়। আমরা যখন কোনো ছবির কালার কে match করতে smae কালার কে use করি তখন এই টুলের সাহায্যে সেই কালার কে কপি করে ব্যবহার করি। আমাদের শেষ কথা, আশাকরি, অ্যাডোবি ফটোশপ কি, কিভাবে কাজকরে সেটা আপনারা জানতে পেরেছেন। এবং ফটোশপের টুলবক্স পরিচিতি একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সাধারণত Adobe Photoshop একটি পেইড সফটওয়ার, তবে অনেকেই এর creak ভার্সন ব্যবহার করে থাকে। এই সফটওয়ার এর টিউটোরিয়াল ভিডিও আমি নিচে দিলাম, আপনি চাইলে এখান থেকে শিখে editing করে একজন প্রফেশনাল ফটোশপ ফ্রিলান্সার হয়ে কাজ করতে পারেন।
মন্তব্য
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এখন আর শুধু বন্ধুদের সঙ্গে যোগাযোগের জন্য নয়। এগুলোকে কাজে লাগিয়ে আপনি সহজে অনলাইন হতে আয় করতে পারবেন। আপনার ৩-৫ টি ফেসবুক পেজে প্রচুর পরিমানে ফলোয়ার থাকলে আপনি ঘরে বসে খুব সহজে বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানির নিকট থেকে ফেসবুকে টাকা আয় করতে পারবেন। কারণ যেকোন কোম্পানির পন্যের প্রচারের জন্য এখন ফেসবুক ও টুইটার খুবই জনপ্রিয় মাধ্যম।
জ্বী ভাইয়া।