দৈনন্দিন জীবনে আমরা নেটওয়ার্ক কথাটি শুনে থাকি। নেটওয়ার্ক হলো এমন এক সিস্টেম যেখানে সবাই মিলে তথ্য শেয়ার করা যায় বা একসাথে কাজ করা যায়। যেমন- ধরা যাক ডাক বিভাগ সারাদেশব্যাপি চিঠি বিলি করে থাকে। এজ জন্য ডাক বিভাগের আছে সারাদেশব্যাপি নেটওয়ার্ক। তাদের এ নেটওয়ার্ক বিভিন্ন স্থানে বিভিন্ন অফিস রয়েছে, রয়েছে কিছু নিয়মকানুন। সেই নিয়মকানুন মেনেই পুরো ডাকবিভাগ চলছ। এখানে তাদের নেটওয়ার্কের প্রতিটি অংশ একসাথে কাজ করছে। যদি এধরনের নেটওয়ার্ক না থাকে তাহলে তারা কাজ করতে পারবে না।
কম্পিউটারের ক্ষেত্রেও এধরনের নেটওয়ার্ক ব্যবহার করা যায়। একটি কম্পিউটার যখন এক বা একাধিক কম্পিউটারের সাথে সংযুক্ত হয়ে তথ্য আদান-প্রদান করে তখন বলা হয় সেই কম্পিউটারটি নেটওয়ার্কের অংশ। নেটওয়ার্ক করার জন্য ন্যূনতম দুটি কম্পিউটার প্রয়োজন। এসব কম্পিউটার পরস্পর তথ্য আদান-প্রদানের জন্য বিশেষভাবে বিশেষ ডিভাইসের মাধ্যমে একটি আরেকটির সাথে যুক্ত হয়। এছাড়া এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে কীভাবে যোগাযোগ গড়বে, কী হবে তাদের ভাষা, ইতাদি নিয়মকানুন আগেই নির্দিষ্ট করা থাকে।
মন্তব্য
তথ্য বহুল পোস্ট। ধন্যবাদ