এই পদ্ধতিতে আপনার পেনড্রাইভের সব ডেটা ডিলিট হয়ে যাবে। এভাবে আপনি শুধু পেনড্রাইভের ভাইরাস ডিলিট করতে পারবেন।
- পেনড্রাইভ ইউএসবি পোর্ট এ সংযোগ করুন।
- রান এ গিয়ে cmd লিখে এন্টার প্রেস করুন।
- diskpart লিখে এন্টার প্রেস করুন।
- Diskpart ওপেন হলে cmd বন্ধ করে দিতে পারেন।
- Diskpart এ list disk লিখে এন্টার প্রেস করুন।
- এখান থেকে পেনড্রাইভের ডিস্ক নং মনে রাখুন।
- এবার select disk 1 লিখে এন্টার প্রেস করুন। এখানে 1 হচ্ছে ডিস্ক নং।
- এবার clean লিখে এন্টার হিট করুন।
এখন, এই পেনড্রাইভে কোনো ভাইরাস নেই। তবে এটি এখন ব্যবহার করা যাবে না। ভাইরাস মুক্ত পিসিতে এটি সংযোগ করে নিচের কাজগুলো করুন-
- একইভাবে disk part ওপেন করে ডিস্ক নং জেনে নিন।
- এবার লিখুন select disk 1। এখানে 1 হচ্ছে ডিস্ক নং।
- create partition primary লিখে এন্টার প্রেস করুন।
- এবার লিখুন assign এবং এন্টার প্রেস করুন।
এখন এই ড্রাইভে কোনও ভাইরাস নেই। যদি ভাইরাস আক্রান্ত পিসিতে এটি সংযোগ করা হয়, তবে এটি আবার ইনফেক্টেড হয়ে যাবে।
পিসিকে ভাইরাস মুক্ত রাখার উপর একটা টপিক লিখব।
মন্তব্য
Oh thanks.
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা কাজের জিনিস শেয়ার করার জন্য