Best Reseller Hosting Service in BD
মোট পোস্ট সংখ্যা: 3  »  মোট কমেন্টস: 2  
Facebook
Google Plus
Twitter
Linkedin

কম্পিউটার শর্টকাট ভাইরাস মুক্ত রাখার কৌশল

কম্পিউটারে শর্টকাট ভাইরাস সাধারণত ইউএসবি ড্রাইভের মাধ্যমে ছড়ায়। এর ফলে ইউএসবি ড্রাইভ বা অন্য হার্ড ড্রাইভ গুলোতেও এই ভাইরাস ফোল্ডার শর্টকাট করে ফেলে। তবে তার মুল উদ্দেশ্য বিভিন্ন ব্রাউসারের সংরক্ষিত পাসওয়ার্ড চুরি করা। আমার প্রথম পোস্টে ইউএসবি ড্রাইভকে ক্লিন করার কথা বলা হয়েছিল। এখন আমি কম্পিউটার ক্লিন করার কয়েকটা টিপস দিব।

পদ্ধতি – ১ঃ

প্রথমে ভাইরাসটিকে ইউএসবি ড্রাইভ থেকে খুজে বের করতে হবে। এটি সাধারণত লুকান থাকে। এজন্য একটি ব্যাচ স্ক্রিপ্ট এক্সিকিউট করতে হবে। সেটি হল – attrib -h -r -s /s /d K:\*.*। এখানে K হচ্ছে ড্রাইভ লেটার। এখন ভাইরাসটি দেখা যাবে। এটি ডিলিট করার চেষ্টা করুন। যদি হওয়ার পর আবারো ফিরে আসে তাহলে বুঝতে হবে ভাইরাসটির আসল কপি কম্পিউটার এ আছে। যা সাধারণত C ড্রাইভে থাকে। সেটি খুজে বের করে ডিলিট করুন। আপনি সার্চ করেও খুজে বের করতে পারেন। তবে লাভ হবে বলে মনে হয় না। এবার আসল কপিটা ডিলিট করুন। আপনাকে একটি মেসেজ দেখাবে টা কিছুটা এরকম – This file is open is “xxx” process। এখন আপনি টাস্ক ম্যানেজার এ গিয়ে “xxx” প্রসেসটা ক্লোস করে দিন। এবার ভাইরাস গুলো কোনও ঝামেলা ছাড়াই ডিলিট হএ যাবে।

e-HostBD Hosting Service

পদ্ধতি-২ঃ 

মাঝে মাঝে ভাইরাস কয়েকটি ফাইল ব্যবহার করে থাকে। যা সে নিজেই তৈরি করে নেয়। যেমন, RECYCLER ফোল্ডার, Copy of Shortcut.lnk ফাইল ইত্যাদি। এগুলো হাইড করা না থাকলেও এগুলকে ডিলিট করা যায় না। আসলে, এর আসল কপিটা কম্পিউটার এর হোম ড্রাইভ বা  C ড্রাইভেই থাকে। আসল কপিটা কিন্তু একটাই ফাইল। আর সেটা এক্সিকিউটেবল (*.exe) হয়। এটি খুজে পেতে Run  এ গিয়ে msconfig লিখুন এবং এন্টার প্রেস করুন। Startup ট্যাব থেকে সন্দেহজনক আইটেমটা মনে রাখুন। এটির নাম সাধারণত এরকম কিছু হবে – bdFJsDd.exe। এটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ভাইরাস। এই ফাইলটি হোম ড্রাইভে সার্চ করে বের করুন। এটি সাধারণত দুটি জায়গায় থাকতে পারে। তা হল, C:\Users\<UserName>\AppData\Roaming\Microsoft\Windows\Start Menu\Programs\Startup এবং টেম্পোরারি ডিরেক্টরিতে। এখান থেকে ভাইরাস ডিলিট করুন। যদি না হয় তাহলে পদ্ধতি-১ অনুসরন করুন।

অনেক সময় প্রসেস ক্লোস করে দিলেই ভাইরাস ডিলিট হয়ে যায়। তবে যদি কোনো প্রোগ্রামে ভাইরাস আক্রমন করে? যেমন, Google Chrome বা Mozilla Firefox। তখন সেই প্রোগ্রামটি আনইনস্টল করে এরপর ভাইরাস ডিলিট করুন। কিন্তু যদি ভাইরাসটি উইন্ডোজের কোন প্রোগ্রামে আক্রমন করে? যেমন, Internet Explorer। তখন সেই প্রোগ্রামটি ডিসেবল করে এরপর ভাইরাস ডিলিট করতে হবে।
প্রোগ্রাম ডিসেবল করতে যা করবেন- Control Panel থেকে Programs and Features এ যান। Turn Windows features on or off এ ক্লিক করুন। এরপর লিস্ট থেকে সেই প্রোগ্রামটি আনমার্ক করে রিস্টার্ট করে ভাইরাস ডিলিট করুন। গুড লাক।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য

মন্তব্য করুন