Auto Run একটা common problem আমরা যারা pc ব্যবহার করি। আজ যে টিপস টি দিচ্ছি সেটা দিয়া আপনি আপনার pc এর এই প্রবলেম টি দূর করতে পারবেন ইনশা আল্লাহ। নিছের direction অনুযায়ী কাজ কাজ করুন।
Start/Run-এ গিয়ে gpedit.msc লিখে Enter চাপুন
এবার উইন্ডোজ এক্সপির ব্যবহারকারীরা Computer Configuration এ যান
সেখান থেকে Administrative Templates>System এর ওপর ক্লিক করুন
ডান দিক থেকে Turn Off AutoPlay ডাবল ক্লিক করে Enabled করুন এবং সব ড্রাইভের অটোরান বন্ধ করতে
All drives Select করুন
এবং ভিসতা ব্যবহারকারীরা Computer Configuration>Windows Components>
AutoPlay Policies খুলুন।
এখন Turn Off AutoPlay নির্বাচিত করুন এবং সব ড্রাইভের অটোরান বন্ধ করতে All drives নির্বাচন করে Enabled করুন।
মন্তব্য করুন