কেমন আছেন বন্ধুরা। আশা করি ভাল আছেন। আসলে আমি খুব বেশি জানি না। তবে সব সময় এসব জিনিস নিয়ে ঘাটাঘাটি করি। তারপর যা বুঝি তাই নিয়ে লিখার চেষ্টা করি। তাই যদি কন ভুল হয় তাহলে মাফ করবেন। যাহোক কাজের কথায় আসি। আমরা জারা ওয়ার্ডপ্রেস সাইট চালাই তারা ভাল করে জানি যে contributor জিনিস টা কি। তাও আবার একটু বলতেছি নতুন্দের জন্য। সাধারনত ওয়ার্ডপ্রেস ব্লগ এ লিখতে হলে রেজিস্ট্রেশান করতে হয়। যদি আপনি এই মেম্বারদের contributor access দেন তাহলে তারা যখন পোস্ট লিখতে যাবে তাহলে তারা কোন কিছু upload করতে পারেনা। তাই আপনি যদি তাদের কোন কিছু upload করার অ্যাক্সেস দিতে চান তা হলে নিছের কোড গুলো আপনার থিম এর functions.php তে অ্যাড করে দিন তাহলে দেখবেন যে কাজ হয়ে গেছে।
add_filter(‘widget_text’,’php_execute’,100);
if ( current_user_can(‘contributor’) && !current_user_can(‘upload_files’) )
add_action(‘admin_init’, ‘allow_contributor_uploads’);
function allow_contributor_uploads() {
$contributor = get_role(‘contributor’);
$contributor->add_cap(‘upload_files’);
}
মন্তব্য করুন