সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আজকে একটু ওয়ার্ডপ্রেস সম্পরকে লিখবো। আমরা যখন কোন ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড এ প্রবেশ করি তখন ডান পাশের উপরের কোনায় দেখা যায় ‘Howdy’ লেখাটি। কিন্তু ‘Howdy’ যেটা আসলে বাংলা ব্লগে থাকলে একটু খারাপই দেখায় তাছাড়া branding এর জন্য হলেও এটা পরিবর্তন করা দরকার।আপনি চাইলে এই ‘Howdy’ কে পরিবর্তন করে আপনার পছন্দ মতো যেকোনো শব্দ এখানে দিতে পারেন। এর জন্য যা করতে হবে টা হল…
নিছের কোড গুলো copy করে আপনার থিম এর functions.php ফাইল টি ওপেন করে ওখানে paste করুন।
add_filter(‘gettext’, ‘change_howdy’, 10, 3);
function change_howdy($translated, $text, $domain) {
if (false !== strpos($translated, ‘Howdy’))
return str_replace(‘Howdy’, ‘স্বাগতম’, $translated);
return $translated;
}
এখানে আপনি ‘স্বাগতম’ এর জাইগায় আপনার পছন্দ মতো যেকোনো শব্দ দিতে পারেন। আজ তবে এখানে।ভাল থাকবেন।
মন্তব্য করুন