অনেক অনেক শুভেচ্ছা জানিএ সুরু করছি। আশা করি আজকের দিনটা সবার ভাল ভাবে কেটেছে। আমরা সবাই টাগ শো করার জন্য ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট widget ব্যবহার করি। কিন্তু আপনি যদি চান এটি আপনার থিম এর অন্য কোন জাইগাই শো করতে। যেখানে আপনি widget দারা শো করতে পারবেন না। তখন আপনাকে কোড এর সাহায্য নিতে হবে। অনেকে এটি জানেন তবে যারা জানেন না তাদের জন্য আজকের এ কোড টি শেয়ার করছি। নিছে কোড গুলো কপি করে যেখানে আপনি টাগ দেখাতে চান সেখানে অ্যাড করে দিন। তবে নতুনরা যারা কোড তেমন জানেননা তারা try করার আগে অবশ্যই সাইট এর ব্যাকআপ রাখবেন।
[php]
<?php if ( function_exists(‘wp_tag_cloud’) ) : ?>
<h4>Popular Tags</h4>
<ul>
<li><?php wp_tag_cloud(‘smallest=8&largest=22’); ?></li>
</ul>
<?php endif; ?>[/php]
মন্তব্য করুন