আমরা যারা ওয়ার্ডপ্রেস সাইট চালাই টার ভালো করে জানি ওয়ার্ডপ্রেস নিয়মিত আপডেট করে এবং নতুন নতুন ফিচার অ্যাড করে। তবে এতে আবার একটা বড় প্রবলেম হল আমার অনেক ফাইল এডিট করে ওয়ার্ডপ্রেস ব্যবহার করি কিন্তু ওয়ার্ডপ্রেস আপডেট করলে আবার নতুন করে অনেক কিছু এডিট করতে হয়। তারপরে ওয়ার্ডপ্রেস আপডেট করা উচিত। তবে আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইট এ আপডেট নোটিফিকেশান বন্ধ করতে চান তাহলে নিছের কোড টুকু আপনার ওয়েবসাইট এর wp-config.php এর আকেবারে শেষে অ্যাড করে দিন।
[php]
define( ‘WP_AUTO_UPDATE_CORE’, false );[/php]
ব্যাস কাজ ওকে। আর কোন দিন আপনার ওয়ার্ডপ্রেস সাইট এ আপডেট নোটিফিকেশান দেখাবে না।
মন্তব্য করুন