অনেক খোঁজা খুজি করে একটা কোড পেলাম। বেশির ভাগ এডমিন তাদের সাইট বা ব্লগ এ টপ অথর দেখানোর জন্য প্লাগিন ব্যবহার করে। আমিও আগে করতাম কিন্তু ভাব্লাম কোড দিয়ে যদি এই কাজটা করা যায় তাহলে প্লাগিন দিয়ে দেখানোর কি দরকার।
তাছাড়া বেশি প্লাগিন বাবহারের ফলে সাইট কিছুটা হলেও স্লও হয়। আপনিও চাইলে এই কোড ব্যবহার করতে পারেন। আমার মনে হল তাই শেয়ার করলাম। আপনি নিছের কোড গুলো সাইডবার বা যেখানে চান ঐ খানে অ্যাড করে দিলে আপনার সাইট বা ব্লগ এর টপ অথর সাথে পোস্ট সঙ্খা শো করবে। তবে সাইড বার এর বভার করতে চাইলে আপনার সাইড বার অবশ্যই php support করে নিতে হবে। আমি পরের পোস্ট এ সাইড বার কি করে পিএইচপি সাপোর্ট করা যায় এটা নিয়ে আলোচনা করবো।
<ul>
<?php wp_list_authors(‘exclude_admin=0&optioncount=1&show_fullname=1&hide_empty=1’); ?>
</ul>
মন্তব্য করুন