সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দেখাবো কি করে widget কে php supported করা যায়। আমাদের ওয়ার্ডপ্রেস সাইট যে widget থাকে সেগুলো ডিফল্ট ভাবে সুধু HTML support করে। কিন্তু আমাদের বিভিন্ন কারনে widget এ php কোড অ্যাড করান লাগে। তাই এই widget যদি পিএইচপি support না করে তাহলে প্রবলেম এ পরতে হয়। তাই আজ দেখাবো কি করে widget php supported করা যায়। তেমন কোন কথিন কাজ করতে হবে না। নিছে কিছু পিএইচপি কোড আছে অইগুল কপি করে আপনার থিম এর finctions.php তে পেস্ট করে দিন। দেখবেন আপনার ওয়ার্ডপ্রেস সাইট এর widget গুলো পিএইচপি support করছে। আজ এখানেই রাখছি। কোন ভুল হলে কমেন্ট করে জানাবেন।
function php_execute($html){
if(strpos($html,"<"."?php")!==false){ ob_start(); eval("?".">".$html);
$html=ob_get_contents();
ob_end_clean();
}
return $html;
}
add_filter(‘widget_text’,’php_execute’,100);
মন্তব্য করুন