আমাদের যাদের ওয়ার্ডপ্রেস সাইট আছে তারা সবাই এই trash file এর সাথে পরিচিত।বিভিন্ন কারনে কোন ফাইল সেভ না হলে বা অন্য যেকোনো কারনে পোস্ট বা পেজ সেভ না করলে অটো ড্রাফ্ট এ সেভ হয়। পরে এই ফাইল ডিলিট করলে trash এ গিয়ে জমা হয়। যখন আপনার সাইট এ অনেক ইউজার থাকে তখন ম্যানুয়ালি ডিলিট করা অনেক কষ্টসাধ্য কাজ হয়ে দাড়ায়। তাই আপনি চাইলে এটি অটো ডিলিট করতে পারেন কোড দিয়ে। এর জন্য যা করতে হবে তা হল নিছের কোড গুলো কপি করে আপনার ওয়েবসাইট এর wp-config.php এ পেস্ট করে দিন।
define(‘EMPTY_TRASH_DAYS’, 1);
আপনি চাইলে 1 এর জাইগায় 2/3/4 অথবা অন্য কিছু দিতে পারেন। যত দিন দিবেন ততদিন পর পর আপনার ওয়েবসাইট এর trash file ডিলিট হবে অটো।
মন্তব্য করুন