বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। যাহোক কাজের কথায় আসি। আমাদেরকে অনেক সময় কোন একটা ক্যাটেগরির recent পোস্ট শো করানোর দরকার পরে। আপনি এই কাজটি কোড দিয়ে করতে পারেন। আপনি ইচ্ছা করলে wedget দারা শো করাতে পারেন বা অন্য কোন জাইগায় শো করাতেও পারেন। যেখানে শো করাতে চান সেখানে নিছের কোড গুলো অ্যাড করে দিন। দেখবেন আপনার কাজ হএগেছে।
<?php query_posts(‘category_name=category-slug&showposts=5’); ?>
<?php while (have_posts()) : the_post(); ?>
<li><a href="<?php the_permalink(); ?>">
<?php the_title(); ?>
</a> </li>
<?php endwhile; ?>
এখানে category-slug এর জাইগায় আপনি যে ক্যাটেগরি এর পোস্ট শো করাতে চান তার slug লিখেন।
মন্তব্য করুন