অনেক তো কষ্ট করলেন এর কতো। আবার আপনার ওয়েবসাইট বা ব্লগ এ কোন পোস্ট পাবলিশ হলে অটো ইমেইল চলে যাবে আপনার ব্লগ এর সকল বাবহারকারির কাছে। ফলে সকলে জেনে যাবে যে আপনার ব্লগ এ পোস্ট পাবলিশ হয়েছে। কিন্তু ঐ ইউজার আপনার ব্লগ এ পোস্ট দেখার জন্য আস্তেও পারে আবার নাও আস্তে পারে এ বাপারে আমি কিছু বলতে পারছি না তবে না আস্লেও জানলো তো যে পোস্ট এর কথা। যাহোক ফালতু কথা আর নয়। নিছের কোড গুলো আপনার থিম আর functions.php তে পেস্ট করে দিন। তবে কিছু এডিট করতে হবে আর সেটা হল
“সুখবর!”, একটি নতুন পোস্ট পাবলিশ হয়েছে http://anytechtune.com এ ‘
এই লাইন তা পরিবর্তন করে আপনার ওয়েবসাইট এর নাম এবং বাকি টেক্সট গুলো আপনার ইচ্ছা মতো দিন । আজ এখানেই। ভালো থাকবেন।
function email_members($post_ID) {
global $wpdb;
$usersarray = $wpdb->get_results("SELECT user_email FROM $wpdb->users;");
$users = implode(",", $usersarray);
mail($users, "সুখবর!", একটি নতুন পোস্ট পাবলিশ হয়েছে http://anytechtune.com’);
return $post_ID;
}
add_action(‘publish_post’, ’email_members’);
মন্তব্য করুন