সকল অ্যানিটেক বন্ধুদের জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে আগাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। দিন্তি জেন আপনাদের ভালো ভাবে কাতে এই কামনা করি। যাহোক কাজের কোথায় ফিরে আসি। আজকে একটা ওয়ার্ডপ্রেস এর কোড নিয়ে আলোচনা করবো। আপনি যদি চান যে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ এর সকল পোস্ট এ যে পোস্ট করেছে তাড় ছবি শো করবেন তাহলে আদিকে আসুন। সামান্য একটা কাজ করে আপনি এটি করতে পারেন। আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হল আপনার থিম এর single.php তে নিছের কোড গুলো অ্যাড করে দিন। এখন কথা হল কোথায় অ্যাড করবেন। আক্তাই কথা হল যেখানে আভাটার শো করতে চান। তবে কোড সম্পর্কে না জানলে কার সাহায্য নিতে পারেন। আপনি যদি আভাটার এর সাইজ পরিবর্তন করতে চান তাহলে কোড এ যে 20 আছে এই জাইগায় আপনার ইচ্ছামত সংখ্যা দিন। দেখবেন আভাটার এর সাইজ পরিবর্তন হবে। আজ এখানেই ভালো থাকবেন।
Code:
<?php echo get_avatar( get_the_author_email(), ’20’ ); ?>
মন্তব্য
কাজের পোস্ট। ধন্যবাদ আপনাকে