সকল অ্যানিটেক বন্ধুদের জানাই শুভেচ্ছা। অনেক দিন পর লিখতে বসলাম। আশা করি সবাই ভালো আছেন। যাহোক আজকে ওয়ার্ডপ্রেস সাইট এর একটা বিষয় নিয়ে আলোচনা করবো। আর সেটা হল ওয়ার্ডপ্রেস সাইট এর ড্যাশবোর্ডের ‘Howdy’ লেখা পরিবর্তন করে নিজের ইচ্ছা মতো লেখা অ্যাড করা। এর আগেও আমি একটা এ বিষয় এ পোস্ট দিয়েছিলাম।সেটা ছিল কোড অ্যাড করে এডিট করা কিন্তু আজকে দিবো কি করে কোড এডিট করে Howdy লেখা পরিবর্তন করে নিজের ইচ্ছা মতো টেক্সট অ্যাড করা।
যাহোক কাজের কথায় আসি। প্রথমে আপনার সাইট এর কন্ট্রোল প্যানেল এ লগিন করুন এবং File manager এ যান। এখন wp-includes এ ঢুকে admin-bar.php ফাইল টি ওপেন করুন। এরপর Howdy লিখে সার্চ দিন দেখবেন পেয়ে যাবেন। এখানে Howdy এর জায়গায় নিছের ছবির মতো আপনার যেটা দিতে ইচ্ছা হয় সেটা অ্যাড করে দিন।বাস কাজ ওকে।
এভাবে যদি করতে পারেন তাহলে আর কোড অ্যাড করতে হল না এবং সাইট এর স্পীড এর ও কোন সমস্যা হবে না। তবে কোড না জানলে এভাবে না করাই ভালো। ও আর একটা কথা যেকোনো কোড এডিট করার আগে অবশ্যই সাইট এর ব্যাকআপ নিয়ে রাখবেন।
মন্তব্য
কোড অ্যাড করার চেয়ে এডিট করে করা ভালো তবে না জানলে এডিট করতে যাবেন না।