সকল অ্যানিটেক বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালবাসা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা কোড দিবো যেটা দিয়ে লগিন করার পর সকল ইউজার কে আপনার সাইট এর হোম পেজ এ রিডাইরেক্ট করতে পারবেন। সাধারনত ওয়ার্ডপ্রেস এর যে ডিফল্ট লগিন সিস্টেম আছে সেটাতে লগিন করার পর আপনার ড্যাশবোর্ড এ নিয়ে যাবে কিন্তু যদি আপনি চান আপনার সাইট এর সকল ইউজার লগিন করার পর সরাসরি আপনার সাইট এর হোম পেজ এ নিয়ে যেতে তাহলে আপনি এই কোড ব্যবহার করতে পারেন। এটা অবশ্য আপনার ইচ্ছার বাপার। কারন একেক জনের একেকটা পছন্দ। যদি ব্যবহার করতে চান তাহলে নিছের কোড গুলো আপনার থিম এর functions.php তে পেস্ট করুন। কোন সমস্যা হলে ডিলিট করে দিন। আজ এখানেই ভালো থাকবেন।
add_action(‘login_form’, ‘redirect_after_login’);
function redirect_after_login() {
global $redirect_to;
if (!isset($_GET[‘redirect_to’])) {
$redirect_to = get_option(‘siteurl’);
}
}
মন্তব্য করুন