হ্যালো, সকল বন্ধুরা কেমন আছো। আশা করি ভালো আছো। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। আমাদের যাদের ওয়ার্ডপ্রেস ব্লগ আছে তারা হয়তো জানেন যে যখন আপনার ব্লগ এ কেউ নতুন রেজিস্ট্রেশান করে তখন তার ইমেইল অ্যাড্রেস এ একটা ইমেইল যায়। সেই ইমেইল এর নাম থাকে WordPress এবং ইমেইল অ্যাড্রেস থাকে wordpress@yourdomain.ext । আজকে আমরা একটা ফাংশন এর মাধ্যমে আমরা এটা পরিবর্তন করে নিজের ব্লগ এর নাম এবং ইমেইল অ্যাড্রেস দিবো। কাজটা একদম সোজা শুধুমাত্র নিছের কোড গুলো কপি করে আপনার সাইট এর থিম এর functions.php পেস্ট করে দিবেন।
add_filter(‘wp_mail_from’, ‘new_mail_from’);
add_filter(‘wp_mail_from_name’, ‘new_mail_from_name’);
function new_mail_from($old) {
return ‘anytech@arzonebd.com’;
}
function new_mail_from_name($old) {
return ‘Anytech || অ্যানিটেক’;
}
এখানে anytech@arzonebd.com দেয়া আছে। এখানে আপনার সাইটের ইমেইল দিন এবং
‘Anytech || অ্যানিটেক’ এর জায়গায় আপনার ব্লগের নাম দিন।
মন্তব্য করুন