সবাই কেমন আছেন। আশা করি সবাই ভাল আছেন। অনেক দিন ধরে কন লেখালেখি হয় না। তাই আজকে এবার লিখতে বসলাম। আজকে একটা বিশয় নিয়ে আলচনা করব। যদিও বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ না কিন্তু কাজের। যারা ব্লগ চালায় বা ব্লগ এর অ্যাডমিন তারা অনেক সময় চায় বা দরকার হয় যে কেউ যদি সাইট থেকে লগ আউট করে সে যেন সরাসরি সাইট এর হোম পেজ এ চলে যায়। যদি মনে করেন এটা আপনার দরকার তাহলে ব্যবহার করতে পারেন। কাজটি খুবই সহজ। নিছের কোড গুলো প্রথমে কপি করে আপনার সাইট এর থিমের functions.php তে পেস্ট করুন। বাস কাজ শেষ। তবে অনেক সাইট এ কাজ নাও করতে পারে তাই পেস্ট করার আগে অবশই আপনার থিমের functions.php এর ব্যাকআপ নিয়ে রাখবেন।
add_action(‘wp_logout’,’go_home’);
function go_home(){
wp_redirect( home_url() );
exit();
}
মন্তব্য করুন