আশা করি সবাই ভাল আছেন। অনেক দিন ধরে লেখা হয় না তাই ভাবলাম কিছু একটা লিখি। আজ জে বিষই নিয়ে লিখব তা হল WordPress এর দুইটা Function সম্পর্কে। আমরা যারা WordPress সাইট সম্পর্কে জানি তারা কম বেশি সবাই জানে অটো সেভ ও পোস্ট রিভিশন কি?। আমরা যখন পোস্ট লিখি
তখন একটা নির্দিষ্ট সময় পর পর সেই পোস্টটি অটোমেটিক সেভ হয়। আপনি চাইলে এই auto সেভ বন্ধ করতে পারেন। এর জন্য যা করতে হবে তা হল আপনাকে আপনার WordPress সাইট এর theme এর functions.php ফাইল এর মধ্যে নিছের কোড টুকু অ্যাড করে সেভ করতে হবে। ব্যাস তাহলেই কাজ শেষ। এবার দেখবেন আপনার পোস্ট আর অটো সেভ হচ্ছে না ।
function disableAutoSave(){
wp_deregister_script(‘autosave’);
}
add_action( ‘wp_print_scripts’, ‘disableAutoSave’ );
এবার আসুন পোস্ট রিভিশন।আমরা যখন পোস্ট লিখি তখন কোন কারনে পোস্ট এ ভুল হলে বা অন্য কোন কারনে আবার পোস্ট সেভ করতে হয়ই তখন যতবার আপনি এডিট করবেন ততো বার একটা একটা করে রিভিশন সেভ হয়ে থাকে। আর এ করনে আপনার সাইট আর load বারে তাই সাইট slow হয়ে জায়। আপনি যদি মনে করেন এই পোস্ট রিভিশন বন্ধ করবেন তাহলে নিছের কোড টুকু আপনার wp-config.php সেভ করুন। ব্যাস কাজ ওকে।
define( ‘WP_POST_REVISIONS’, false ); // no revisions
মন্তব্য করুন