ওয়ার্ডপ্রেস সাইট এ ওয়ার্ডপ্রেস এর দেয়া অনেক গুলো ডিফল্ট Avatar থাকে। আমরা যারা ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানাই তাদের অনেক সময় Branding এর কারনে এই ডিফল্ট Avatar পরিবর্তন করতে হয়। অনেকে এটা plugin দিয়ে করে তবে জে কাজ সামান্য কোড দিয়ে হয় সেটার জন্য কেন plugin ব্যবহার করতে যাবো। কাজতা খুবই সজা । সুধু নিছের কোড টুকু কপি করে আপনার ওয়ার্ডপ্রেস সাইট এর theme এর functions.php file এর আকদম নিছে paste করে দিন। আর আপনার সাইট এর theme এর ইমেজ directory তে যে ইমেজটা ব্যবহার করতে চান সেটা rename করে avatar.png format এ নিয়ে upload করে দিন ব্যাস কাজ শেষ। দেখবেন ডিফল্ট ইমেজ পরিবর্তন হয়ে গেছে।
Code:
add_filter( ‘avatar_defaults’, ‘crunchifygravatar’ );
function crunchifygravatar ($avatar_defaults) {
$myavatar = get_bloginfo(‘template_directory’) . ‘/images/avatar.png’;
$avatar_defaults[$myavatar] = "Anytech Man";
return $avatar_defaults;}
মন্তব্য
kono plugin nai ar jonno