# প্রথমে বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক ডাউনলোড করে নিন নিছের লিঙ্ক থেকে
ডাউনলোড লিঙ্ক
# সেটাকে আনজিপ করুন দেখবেন bn_BD.mo নামে একটি ফাইল পাবেন।
# এখন আপনার সাইট আর কন্ট্রোল প্যানেল এ ধুকে দেখবেন Wp-content নামে একটা ফোল্ডার আছে। সেখানে languages নামে একটা ফোল্ডার খুলে আপনার ডাউনলোড করা ল্যাঙ্গুয়েজ প্যাক upload করে দিন।
# এবার wp-config.php ফাইল টি এডিটর মুডে খুলুন বা ওপেন করুণ। এবার define(‘WPLANG’, ”); লাইনটি খুঁজুন দেখবেন পেয়ে যাবেন।
# WPLANG এর পরের ইনভার্টেড কমার মাঝে bn_BD লিখে দিন। পুরো লাইনটা দেখাবে এরকম: define(‘WPLANG’, ‘bn_BD’);
# এবার সেভ করে বের হয়ে আসুন। ব্যাস কাজ শেষ। এখন আপনার সাইট এ গিয়ে দেখুন সব কিছু না হলেও কিছু কিছু বাংলায় কনভার্ট হয়ে গেছে।
আসলে এভাবে আপনার সাইট এর সবকিছু বাংলায় কনভার্ট হবে না কিছু কিছু টার্ম বাংলা হবে আর বাকি গুলো আপনাকে নিজ হাতে বা ম্যানুয়ালি করতে হবে। তবে যদি আপনি কোড না জানেন তবে হাত দিয়েন না কারন হিতে বিপরিত হতে পারে তাই কোন এক্সপার্ট দিয়ে এই কাজটি করে নিতে পারেন।
মন্তব্য করুন