হেলো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ একটা প্লাগিন নিয়ে আলোচনা করবো। আমি যখন প্রথম ওয়ার্ডপ্রেস শিখি তখন আমিও একটু প্রব্লেম এ পরেছিলাম। সব থিম এর সাথে এই পেজ ন্যাভিগেটর থাকে না বা থাকলেও ভালো নাও লাগতে পারে। তাই আপনি চাইলে WP PageNavi প্লাগিন দিয়েও এটা সেট করতে পারেন। এর জন্য যা করতে হবে তা হল প্রথমে WP PageNavi প্লাগিনটি ডাউনলোড করে নিন।
এরপর এটি আপনার সাইট এ ইন্সটল করে নিন এবং অ্যাক্টিভ করে নিন।
এখন পেজ ন্যাভিগেটর টি আমাদের হোম পেজ এ দেখাতে হলে
<?php wp_pagenavi(); ?>
এই কোডটি বসাতে হবে ।
কোডটি বসানোর জন্য প্রথমেAppearance=>Editorএ যান । তারপর index.php সিলেক্ট করুন ।এই লাইনটি </div><!– #content –> খুজে বের করুন । তারপর এর উপরে <?php wp_pagenavi(); ?>
কোডটি বসিয়ে দিন ।এটি থিম ভেদে ভিন্ন হতে পারে। এরপর আপনি যদি অন্য কোথাও চান যেমনঃ আপনি যদি চান এই পেজ ন্যাভিগেটর আপনার category অনুজাই পোস্ট লিস্ট এ শো করবে তাহলে এটি index.php এর মতো category.php তেও সেট করতে হবে।
মন্তব্য করুন