আমরা যারা ওয়ার্ডপ্রেস ব্লগ চালাই তারা ভালো ভাবেই জানেন ব্রান্ডিং কি? যাহোক যারা নতুন তাদের জন্য আজ দুটি প্লাগিন নিয়ে আলচনা করবো। যদিও কাজ দুটোরই একি তারপরেও জার যেটা পছন্দ সে সেটা ব্যবহার করতে পারেন। আপনার সাইট এ যদি অনেক ইউজার থাকে তাহলে এই দুটি প্লাগিন ব্যবহার করতে পারেন। এই প্লাগিন দুটির কাজ হল আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এর কি অপশন বা মেনু আপনার ব্লগ এর ইউজার দের দেখাতে চান সেটি এই প্লাগিন দারা ঠিক করে দিতে পারবেন। যাহোক নিছে প্লাগিন দুটির লিঙ্ক দিলাম দেখেশুনে যেটি ভালো লাগে সেটি ব্যবহার করবেন। তবে আমার কাছে Adminimize প্লাগিনটাই পছন্দ বেশি।
মন্তব্য করুন