Best Reseller Hosting Service in BD
আমি একজন অদৃশ্য মানব। কোন কিছু ভালো লাগলে সবার সাথে শেয়ার করি। এটাই আমার শখ। ভালো থাকবেন আর আমার জন্য দোআ করবেন।
মোট পোস্ট সংখ্যা: 103  »  মোট কমেন্টস: 20  
Facebook
Google Plus
Twitter
Linkedin

ওয়ার্ডপ্রেস এর Security এর জন্য সবচেয়ে ভালো কয়েকটি প্লাগিন

wordpress-security-tools pluginsআশা করি সবাই ভালো আছেন। আজকে কয়েকটি Security প্লাগিন নিয়ে আলচনা করবো। এর আগে ওয়ার্ডপ্রেস প্লাগিন নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। আজকে দিব ওয়ার্ডপ্রেস এর Security নিয়ে কয়েকটি প্লাগিন। জেভাবে হ্যাক হচ্ছে সাইট, এর জন্য আমাদের কোন না কোন Security প্লাগিন ব্যবহার করা দরকার। তবে যারা অনেক এক্সপার্ট তারা এই কাজ গুলো মানুয়ালি করতেও পারেন তবে যারা নতুন বা কিছু কিছু জানেন তাদের জন্য প্লাগিন ব্যবহার করাই ভালো কারন কি করতে আবার কি করে ফেলবেন শেষে ওয়েবসাইট এর বারোটা বেজে যাবে। যাহোক অনেক প্লাগিন আছে বাজারে এর মদ্ধে আমার কাছে যে কয়েকটি ভালো মনে হএছে আমি সেই কয়েকটির লিঙ্ক নিছে দিলাম আপনারা এর মধ্য থেকে যেকোনো একটা ব্যবহার করতে পারেন।

১। Better WP Security

২। BulletProof Security

e-HostBD Hosting Service

৩। All In One WP Security & Firewall

৪। Wordfence Security

এখানে যেগুলো প্লাগিন এর লিস্ট দিলাম সবগুলোই ভালো মানের প্লাগিন। আপনি যেকোনো একটা প্লাগিন আপনার সাইট এ ইন্সটল করে সেটিং করে নিলে আশা করি আপনার সাইট এর Security নিয়ে তেমন চিন্তা করতে হবে না। তারপরেও কিছু কাজ মানুয়ালি করতে হয়। আস্তে আস্তে আশা করি সব জানাতে পারবো ইনশাহ আল্লাহ।

এছাড়া আরও অনেক প্লাগিন আছে আপনার ওইগুলো ও ব্যবহার করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন।

ভাল লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ...
e-HostBD Hosting Service
eHostBD Hosting

মন্তব্য

মন্তব্য করুন